0 হযরত ইমাম জয়নুল আবেদীন (রহ.) এর বাণী




১. প্রত্যেক আদম সন্তানকে একদিন মাটির সাথে মিশে যেতে হবে। সুতরাং কারো পক্ষে অহংকার করা হাস্যম্পদ ব্যাপার ছাড়া আর কিছুই না।
২. আহরারের ইবাদত আল্লাহতায়ালার শোকর গুযারির উদ্দেশ্যে হয়ে থাকে। জাহান্নামের ভয় অথবা জান্নাত লাভের আগ্রহে নয়।

0 মন্তব্য:

Post a Comment