0 হাদীস শরীফের বাণী


১। রাসুলুল্লাহ্ (সা:) এরশাদ করেন, তাহাজ্জুদ নামায অবশ্যই পড়বে, কারন তাহাজ্জুদ গুনাহ্ বিরত রাখে।
২। রাসুলুল্লাহ্ (সা:) এরশাদ করেন,তাহাজ্জুদ দ্বারা কৃত অন্যায় হতে ক্ষমা এবং দেহের সুস্থতা লাভ করা যায়।
৩। রাসুলুল্লাহ্ (সা:) এরশাদ করেন,প্রত্যেক জিনিসের যাকাত রয়েছে এবং শরীরের যাকাত হল রোযা। - ইবনে মাজা
৪। রাসুলুল্লাহ্ (সা:) এরশাদ করেন,শবে কদর তালাশ করবে রমযানের নয় রাত অথবা সাত রাত বাকি থাকতে। অথবা পাঁচ রাত অথবা তিন রাত বাকি থাকতে। - তিরমিযি
৫। রাসুলুল্লাহ্ (সা:) এরশাদ করেন,প্রত্যেক ভাল কাজই একেকটি দান। - বোখারি, মুসলিম

0 মন্তব্য:

Post a Comment