প্রখর রৌদ্রে যখন মানুষের নাভিশ্বাস ওঠে তখন নিজের জীবনকে অভিশপ্ত মনে হয়। রোদের তাপেই মারা যাব মনে হয় আর ঠিক তখনই একটুকরো মেঘ ছায়া দিয়ে মানুষের বেঁচে থাকার আশা প্রলম্বিত করে। এটাই তো খেলা। এক ধরনের লুকোচুরি খেলা।
মেহেদীর বাঙলা ব্লগ | আমার রাজত্ব আমার স্বাধীনতা Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates